খেলাধুলা

‘প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন নেইমার’

নেইমারের প্রত্যাবর্তন ম্যাচে তার খেলা দেখে দারুণ খুশি ব্রাজিল দলের কোচ তিতে। কোচ নিজেও ভাবেননি চার মাস পর দলে ফিরেই এতটা ভালো খেলা উপহার দিবেন নেইমার। গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্সেইয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পরেন নেইমার। অস্ত্রোপচার করানোর পর মাত্র কিছুদিন আগেই দলের হয়ে অনুশীলনে ফেরেন নেইমার। মূলত দলের সাথে তাকে বাজিয়ে দেখতেই তিতে দ্বিতীয়ার্ধে মাঠে নামান। আর সেখানেই বাজিমাত নেইমারের। ম্যাচ শেষ সংবাদ সম্মেলেন তিতে বলেন, ‘সে আমার প্রত্যাশার চেয়েও দারুণভাবে ফিরেছে। আমি এতটাও আশা করিনি, কেননা বাস্তবতা এটাই। তাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর এখানে অনেক উত্থান পতন ও থাকবে। আর যখন সে চার অথবা পাঁচ নাম্বার ম্যাচ খেলে ফেলবে তখন সে তার কার্যত লেভেলে পৌঁছাবে।’ নিজের প্রত্যাবর্তনের ম্যাচে সত্যিই দারুণ ছিলেন নেইমার। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফার্নান্দিনহোর পরিবর্তে কোচ মাঠে নামান পিএসজি উইঙ্গারকে। নেমেই খেলার চিত্র বদলে দেন নেইমার একাই। একের পর এক আক্রমণ চালাতে থাকে ক্রোয়েশিয়ার গোলবারের দিকে। ফলাফল আসতেও বেশি সময় লাগেনি। ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লভ্রেনকে ড্রিবলিং জাদুতে পরাজিত করে বুলেট গতির শটে গোল করেন নেইমার।

Advertisement

নেইমার নিয়ে শেষে তিতে বলেন, ‘সে একজন ভিন্ন ধাঁচের খেলোয়াড়। কিন্তু ম্যাচ জেতার জন্য তার একার ওপর সব দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। সে মূল চাবিকাঠি তবে সব কিছু নয়।’ ১০ জুন অষ্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে সেলেসাওরা।

এসএস/আরআর/এমএস

Advertisement