খেলাধুলা

ফিরেই দলকে জেতালেন পেরুর ‘নিষিদ্ধ’ অধিনায়ক

ফিরলেন, খেললেন, গোল করলেন এবং জেতালেন। কয়েকদিন আগেও যার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে আবারো নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো। কিন্তু তার পাশে দাঁড়িয়ে লাতিন খেলোয়াড়দের তাকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদ জানায় এর ফলেই মূলত বাতিল করে দেওয়া হয় তার উপর আরোপিত নতুন শাস্তি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেন পেরুর জাতীয় দলে। আর বীরের বেশে ফিরেই দলকে জোড়া গোল করে জেতালেন পেরুর সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা।

Advertisement

বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে এশিয়ান জায়ান্ট সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল পেরু। এই ম্যাচেই নভেম্বরের পর প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন গুয়েরোর। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে ক্লোজ রেঞ্জ শুটে গোল করে নিজের প্রত্যাবর্সনটা স্মরণীয় করে রাখলেন তিনি।

এক গোল করেই দমে থাকেননি এই পেরুভিয়ান। ৬৪ মিনিটে আন্দ্রে সারিলোর ক্রসে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন গুয়েরোর। ইনজুরি ঝুঁকি এড়াতে ম্যাচের ২৫ মিনিট বাকি থাকতেই তাকে তুলে নেন কোচ। নভেম্বর থেকে পেরুর অধিনায়ক দলে না থাকলেও পেরু এই সময়টা দুর্দান্ত খেলে যাচ্ছে। শেষ ১৪টি ম্যাচের একটিতেও হারেনি তারা। ২০১৬ সালের নভেম্বরে শেষবার পরাজয়ের স্বাদ পেয়েছিল পেরু।

আরআর/আরআইপি

Advertisement