নতুন এক তথ্য ফাঁসের পর ক্রীড়াঙ্গনে প্রতারণার ছড়াছড়ির নজির পেয়েছেন বিশ্লেষকরা। ফাঁস হওয়া এসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যতগুলো অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছে তাতে পদক বিজয়ী এক খেলোয়াড়দের এক তৃতীয়াংশের রক্তে নিষিদ্ধ মাদকের নমুনা ছিল বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু সন্দেহ উঠার পরও এদের পদক ছিনিয়ে নেয়া হয়নি।বিভিন্ন সময়ে অনুষ্ঠিত অ্যাথলেটিক্সের বৈশ্বিক আসর চলাকালে করা হাজার পাঁচেক অ্যাথলেটের রক্ত পরীক্ষার ফাঁস হয়ে যাওয়া কিছু ফলাফলের উপর অনুসন্ধান করে এসব অভিযোগ আনছে ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এবং জার্মান ব্রডকাস্টার এআরডি। মোট ১৪৬ জন পদক জয়ী রয়েছেন এরকম এবং এদের মধ্যে ৫৫ জনই স্বর্ণপদক জয়ী।ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন বা আইএএএফ-এর কাছে থেকে ফাঁস হয়েছে এসব দলিল। সংগঠনটি এখন বলছে, এসব অভিযোগ তারা খতিয়ে দেখছে। বিবিসি।এআরএস/এমএস
Advertisement