জাতীয়

ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান

আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য রাজধানী ঢাকা, গাজীপুর ও অন্যান্য এলাকায় ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্নে যাত্রী সেবার প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘এখন রাজধানীতে সিটি কর্পোরেশন ও ওয়াসার অনেক কাজ চলছে। এর মধ্যে যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, তা আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘গাজীপুরসহ সারা দেশে যেসব সড়কে উন্নয়নমূলক কাজ চলছে, তা আগামী ১৫ দিন বন্ধ রাখলে ক্ষতি হবে না। তাই আমি তাদেরকেও আগামী ২১ জুন পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছি। যাতে করে ঈদযাত্রায় সড়কে কোনো ভোগান্তি না হয়।’

Advertisement

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের সেবা নিশ্চিত করতে বিআরটিসির ৯০৪টি বাস প্রস্তুত রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (৫ জুন) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বিআরটিসি। আগামী ১৩ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত এ বিশেষ সার্ভিস চলবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বাসের অবস্থা খারাপ। ছাল-বাকল উঠে গেছে। জানালার গ্লাস ভাঙা। অনেক জালানার অর্ধেক আছে আর বাকি অর্ধেক নেই।’ এ সময় এসব বাস দ্রুত মেরামত করতে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার জামিন দেয়ার এখতিয়ার আওয়ামী লীগ-বিএনপির নেই। এটি আদালতের বিষয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এহসান ই এলাহী, বিআরটিসির পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

Advertisement

এসআই/এসআর/জেআইএম