এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়েছেন ববিতাকে। এবার এই সম্মান পেলেন কলকাতা থেকে। গেলো ২ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো কলকাতা ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের ১৭তম আসর। ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এ কলকাতার ছোট ও বড় পর্দার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। আর এবারের আসরে কলকাতায় 'আজীবন সম্মাননা' পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা।
Advertisement
বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘কলকাতা টেলি-সিনে অ্যাওয়ার্ডস’ কর্তৃপক্ষ ববিতাকে এই সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রসঙ্গে ববিতা জাগো নিউজকে বলেন, 'এই সম্মাননাটা আন্তর্জাতিক অঙ্গনের এক বিরাট স্বীকৃতি বলে মনে করি আমি। এই সম্মাননা আমার একার নয়, সারা বাংলাদেশের।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি কৃতজ্ঞ। তার চলচ্চিত্রে কাজ করা ও আন্তর্জাতিকভাবে ববিতার নাম ছড়িয়ে যাওয়া সবকিছু মিলিয়ে সত্যি অসাধারণ অনুভূতি ।’
অনুষ্ঠানে যোগ দিতে গেল ১ জুন ঢাকা ছেড়ে কলকাতায় পাড়ি জমান ববিতা। সম্মাননা নিয়ে গতকাল রোববার দুপুরের ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান ববিতা।
Advertisement
আইএন/এমএবি/জেআইএম