ধর্ম

রোজার যে পুরস্কার অন্য ইবাদতে নেই

রমজানের রোজা পালন ফরজ ইবাদত৷ এ ইবাদতে রয়েছে এত বেশি বিশেষ পুরস্কার ও ফজিলত, যা অন্য কোনো ইবাদতে নেই৷

Advertisement

হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজাদারের জন্য সেই বিশেষ বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন৷ আর তা হলো- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মানুষের সমস্ত আমলের ক্ষেত্রে বিধান হলো, একটি নেকি দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বেড়ে যায়৷ আল্লাহ তালা বলেন-

- 'তবে রোজা ছাড়া৷ কারণ, তা বিশেষভাবে আমার জন্য, আর আমি তার প্রতিদান দেব৷

- আমার খাতিরে রোজাদার নিজের কামনা, বাসনা ও খাবার ত্যাগ করে৷

Advertisement

- রোজাদারের জন্য দু'টি আনন্দ রয়েছে৷ একটি হলো ইফতারের সময়;

আর দ্বিতীয়টি হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়৷

- নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের সুঘ্রাণের চেয়ে অধিক পছন্দনীয়৷

- আর রোজা ঢাল স্বরূপ৷

Advertisement

- তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে৷

- আর যদি কেউ কোন রোজাদারকে গালিগালাজ করে বা ঝগড়া করে তবে ঝগড়াকারীকে এ কথা বলা উচিত যে, ভাই! আমি রোজাদার৷' (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব রোজাদারকে হাদিসে ঘোষিত পুরস্কার লাভে যথাযথভাবে রোজা রাখার তাওফিক দান করুন৷ আমিন৷

এমএমএস/আরএস