দেশজুড়ে

ইফতার মাহফিলে এসে প্রাণ গেলো দুই ছাত্রলীগ নেতার

সিলেটের ওসামনীনগরে ইফতার মাহফিলে যাওয়ার পথে বিআরটিসির যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

Advertisement

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আধাঘণ্টা সড়ক বন্ধ থাকে।

নিহতরা হলেন- খালেদ আহমদ (২৩) ও মুহিব মিয়া (২৫)। তারা উভয়ই ওসামনীনগর উপজেলা ছাত্রলীগের নেতা। খালেদ ও মুহিব উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা।

গোয়ালাবাজারে আম্বিয়া গ্রুপের ইফতার মাহফিলে যোগ দিতে এসে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিদার আলী জানিয়েছেন।

Advertisement

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দুটি মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

ছামির মাহমুদ/এএম/আরআইপি