হেডিংলি টেস্ট শুরুর আগে ছিলেন ওয়াসিম আকরামের চেয়ে ৩ উইকেট পেছনে। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে পাকিস্তানি কিংবদন্তীর পাশে বসেন। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়েও যান ওয়াসিমকে। ১১৮ টেস্টে ৪১৫ উইকেট নিয়ে এখন ওয়াসিমকে ছাড়িয়ে গেলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।
Advertisement
নামের পাশে ৪১১ উইকেট নিয়ে এই টেস্ট খেলতে নেমেছিলেন ব্রড। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের তৃতীয় উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা হয়ে যায় ৪১৫। ১০৪ টেস্টের ক্যারিয়ারে ৪১৪ উইকেট নিয়েছিলেন ওয়াসিম। তাকে ছাড়িয়ে যেতে ১৪টি ম্যাচ বেশি খেলতে হল ব্রডের।
১১৮ টেস্টের ক্যারিয়ারে এখনো পর্যন্ত ১৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ব্রড এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২ বার। আর মাত্র ৭ উইকেট পেলে রঙ্গনা হেরাথ, হরভজন সিং, ডেল স্টেইন এবং শন পোলককে পেছনে ফেলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ৯ নম্বরে উঠে আসবেন ব্রড।
এসএএস/এমএস
Advertisement