বাছাইপর্বে স্পেনের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইয়াগো আসপাস। দলে অনেক তারকা ফুটবলার থাকলেও সবাইকে টপকে তিনিই বর্তমানে গত মৌসুমে লিগে করা স্প্যানিশ ফুটবলারদের ভেতর সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের নিয়মিত মুখও প্রায় দেড় বছর যাবৎ। বিশ্বকাপকে সামনে রেখে স্পেন কোচের ঘোষণা করা ২৩ সদস্যের দলে তাই অবধারিতই সেল্টা ভিগোর এই স্ট্রাইকার।
Advertisement
বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে আসপাস বলেন, ‘এটা একটি অনুভূতির মতো। আমরা ছোটবেলায় সবাই এটার স্বপ্ন দেখি। যখন আমি ছোট ছিলাম আমি এটার ব্যাপারে স্বপ্ন দেখেছি। গত দেড় বছর ধরে আমার ধারাবাহিকতা ছিলো জাতীয় দলে।’
জাতীয় দলে আসপাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ভ্যালেন্সিয়ার রদ্রিগো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়াগো কস্তা। তাদের টপকে একাদশে জায়গা করে নিতে বেশ কষ্টই করতে হবে তাকে। তবে সে সব যেন থোড়াই কেয়ার করেন সেল্টা ভিগোর এই স্ট্রাইকার।
লা লিগায় গেল মৌসুমে ২২ গোল করা আসপাস বলেন, ‘আমাদের দলে অনেক দুর্দান্ত খেলোয়াড়েরা রয়েছে। আমি যা পছন্দ করবো তা হলো উপভোগ করা। আমার একসঙ্গে জায়গা পাওয়া নিয়ে কোন চিন্তা নেই। সবার মতোই আমিও যতটুকু সম্ভব খেলতে চাই কিন্তু এটা ভালো যে কোচ বিশ্বাস করেন আমি একাদশে না থেকেও দলকে সাহায্য করতে পারবো।’
Advertisement
ডিকেটি/আরআর/এমএস