শুরুতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না। শেষ মুহূর্তে এসে কপাল খুলল বাঁহাতি ব্যাটসম্যান হযরত জাজাইয়ের। আন্তর্জাতিক আঙিনায় মাত্র ১টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন জাজাইকে দলে ভেড়ানোর খবরটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
Advertisement
কিন্তু কেন হঠাৎ এভাবে একজন ব্যাটসম্যানকে দলে নেয়া? কি দেখে জাজাইয়ের প্রতি এতটা আকৃষ্ট হলেন নির্বাচকরা। আসলে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আফগান 'এ' দলে ছিলেন এই ব্যাটসম্যান। ওই ম্যাচে হার না মানা ৬৯ রানের এক ইনিংস খেলেন তিনি। এক ইনিংসেই নজর কেড়েছেন। এসিবি জানিয়েছে, নির্বাচক কমিটির বিশেষ নির্দেশেই দলে নেয়া হয়েছে জাজাইকে।
আজ রাতে দেরাদুনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ আর আফগানিস্তান। ভাগ্য ভালো থাকলে আজকের ম্যাচেই একাদশে ঢুকে যেতে পারেন ২০ বছর বয়সী জাজাই।
এমএমআর/এমএস
Advertisement