দেশজুড়ে

৩২ বছর পর পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে ইউনুছ তালুকদার (৫০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সাজাপ্রাপ্ত হওয়ার ৩২ বছর পর রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

র‌্যাব-৮ সূত্র জানায়, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দীর্ঘ ৩২ বছর পালিয়ে থাকা তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি মো.ইউনুছ তালুকদারকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ইউনুছ তালুকদার শ্যামলী পরিবহনের গাড়ির চালক ছিলেন। ১৯৮৬ সালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ২৫ বছরের এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের নিহত হন। পরে এ ঘটনায় রাজবাড়ী সদর থানার মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, রাজবাড়ী আদালতে ওই মামলায় ইউনুছ তালুকদারের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। মামলার রায়ের পর থেকেই ইউনুছ তালুকদার পলাতক ছিলেন। দীর্ঘ ৩২ বছর পলাতক থাকার পর শনিবার সকালে পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ইউনুছ তালুকদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউনুছকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

আরএ/জেআইএম