গাঁজা সেবনের অপরাধে গত ছয় মাস হাজতবাস করেন ঘুটু চন্দ্র বর্মন (৩৬)। রোববার সকাল ১০টার দিকে নওগাঁ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। তিনি পত্নীতলা উপজেলার কয়রাপুর গ্রামের মৃত দিগেন চন্দ্র্র বর্মনের ছেলে। তাকে সুস্থ জীবন ফিরে পেতে এবং কর্মসংস্থানের লক্ষে অপরাধী সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে একটি রিকশা দেয়া হয়।
Advertisement
সকালে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে কারাগার গেটে তাকে রিকশাটি দেয়া সময় নওগাঁ জেল সুপার শাহ আলম খান, ডেপুটি জেলার আমিরুল ইসলাম ও জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
কারাগার মুক্ত ঘুটু চন্দ্র বর্মন বলেন, এক সময় খড়ের ব্যবসা করতেন। কেনা-বেচার পর লাভ বেশ ভালই থাকত। আর তা দিয়ে চলত সংসার। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে। বাবা-মা অনেক আগেই মারা গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত (গাঁজা) হয়ে পড়ি। এদিয়ে দুই বার কারাগার ভোগ করলাম শুধু গাঁজা সেবনের জন্য। সুস্থ জীবন ফিরে পেতে ও গাঁজা না সেবনের জন্য প্রতিশ্রুতি দিয়েছি। জেলখানা থেকে একটা রিকশা দিয়েছে আয় রোজগারের জন্য।
প্রসঙ্গত, গত ৩১ মে ১৮ জেলার বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের মশিদুল ইসলামকেও আয় রোজগারের জন্য রিকশা দেয়া হয়।
Advertisement
আব্বাস আলী/আরএ/জেআইএম