কৌতুক- এক : ফেসবুক পেজে রাধা
Advertisement
অ্যাডমিন : রাধাকে আমাদের গ্রুপে অ্যাড করলাম...
রক্তিম : হাই রাধা।
বরুণ : হাই রাধা, হাউ আর ইউ?
Advertisement
অনি : হ্যালো, কিছু হেল্প লাগলে বলো।
অরি : তুমি কোথায় থাকো রাধা?
রাধা : আমি পুনায় থাকি।
সৌরভ : গ্রেট, আমি পুনায় পড়াশোনা করেছি।
Advertisement
বরুণ : আমার তো গত বছরই পুনায় পোস্টিং ছিল।
রক্তিম : পুনায় আমার মামার মেয়ে থাকে, কিছু সাহায্য লাগলে বলো।
রাধা : ওকে, থ্যাঙ্কস।
অনি : রাধা, তুমি কোন ক্লাসে পড়?
রাধা : এমবিএ গ্রাজুয়েট সিমবায়োসিস।
সতীনাথ : বাহ্, বেস্ট অব দ্য কলেজেস।
জয়দীপ : রাধা, তোমার পুরো নাম কী?
রাধা : রাধাকান্ত মজুমদার।
গ্রুপে ভয়াবহ নিস্তব্ধতা-
রক্তিম : লেফ্ট
বরুন : লেফ্ট
অরি : লেফ্ট
সৌরভ : লেফ্ট
সতী : লেফ্ট
জয়দীপ : উল্টোপাল্টা কাউকে গ্রুপে অ্যাড করবেন না প্লিজ।
আরও পড়ুন- আজকের কৌতুক : কাউকে না বলবো না
****
কৌতুক- দুই : মাতালের ভোট দেওয়া
এক মাতাল ভোট দিতে ঢুকলো; কিন্তু বের হতে দেরি হচ্ছে দেখে অফিসার জিজ্ঞেস করলেন- অফিসার : কী হলো, ভোট দিন। দেরি করছেন কেন?
মাতাল : শালা, মনে করতে পারছি না। কোন দল মালটা খাওয়ালো।
আরও পড়ুন- আজকের কৌতুক : কণ্ঠ শুনে মাতাল মনে হচ্ছে
****
কৌতুক- তিন : পেট খালি করাতে হবে
একটি নিমন্ত্রণে গিয়ে ইচ্ছেমতো খেয়ে বাড়ি ফিরে খগেন অসুস্থ হয়ে পড়লেন। খগেনের স্ত্রী ওই অবস্থা দেখে ছুটে গিয়ে ডাক্তার নিয়ে এলেন।
ডাক্তার সব দেখে-শুনে বললেন- ডাক্তার : এখনই বমি করাতে হবে, পেট খালি করাতে হবে।
খগেন : ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, বমি করাবেন না। উপরে মাছ, মাংস, তিন রকমের মিষ্টি, দই, আইসক্রিম আছে। যা বার করার নিচ দিয়ে করুন। নিচে শাকভাজা, ডাল, বেগুনি, চিপস, কুমড়োর ঘ্যাঁট, বাঁধা কপির তরকারি আছে, অসুবিধে নেই।
এসইউ/জেআইএম