প্রবাস

ইতালি যুবদলের কমিটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

ইতালিতে যুবদলের কমিটি গঠন নিয়ে বিভ্রান্ত সৃষ্টির অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন। সম্প্রতি কিছু অনলাইনে যুবদলের কমিটি গঠন হওয়ার সংবাদকে সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

ঢালী নাসির উদ্দীন বলেন, ওই সংবাদের সঙ্গে ইতালি বিএনপির লেস মাত্র সম্পর্ক নেই। এ ব্যাপারে মূল বিএনপিও অবগত নয়।

ইতালি বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা লকিয়ৎ উল্লাহ ও ঢালী নাসির উদ্দীন বলেন, এটি সম্পূর্ণ সাংগঠনিক পরিপন্থী। দলের মধ্যে থেকে যারা এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নাসির উদ্দীন বলেন, ‘আগামীতে এ ধরনের কর্মকাণ্ড পরিহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে তৃনমূল পর্যায়ে আলোচনা দরকার। সবার সম্মতিক্রমে একটি শক্তিশালী কমিটি গঠনে আলোচনা অব্যাহত রয়েছে। দলের ক্রান্তিলগ্নে যাদের মাঠে পাওয়া যায় না আর যাই হোক তাদের হাতে যুবদলের নেতৃত্ব ছেড়ে দেয়া যায় না। ‘

Advertisement

এ বিষয়ে উপদেষ্টা লকিয়ৎ উল্লাহ বলেন, ‘বিভিন্ন অনলাইনে মাহামুদুল হাসানকে সভাপতি ও সিরাজ উল্লাহ পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, এটি একটি অপপ্রচার। যা ভিত্তিহীন গুজব ছড়ানো ছাড়া আর কিছু নয়।’

এমএমজেড/জেআইএম