আন্তর্জাতিক

মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের হুঁশিয়ারি

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশিদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

Advertisement

চলতি বছরের জুলাইয়ে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক আকারে মাঠে নামছে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন ৷ দেশটিতে কর্মরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়ায় ইমিগ্রেশনে আঙুলের ছাপ নেয়ার সময় চলতি মাসেই শেষ হচ্ছে ৷ এ প্রক্রিয়া শেষ হলেই ওপস মেগা ৩.০ নামক অভিযান চালানো হবে জানিয়েছে অভিবাসন বিভাগ ৷ বলা হয়েছে জুলাই মাসের প্রথম দিন থেকেই শুরু হবে এ অভিযান ৷

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেছেন, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধকরণ প্রকল্পে যেসব কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন, তাদের আটক অনুসন্ধানে আপস করবে না প্রশাসন ৷

তিনি বলেন,অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকাতে কার্যক্রমকে আরও গতিশীল করবে ইমিগ্রেসন বিভাগ এবং দেশের নিরাপত্তা ও সার্বোভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সাথে আপসে যাবে না প্রশাসন ৷

Advertisement

গতকাল শনিবার পুত্রাযায়ায় এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মুস্তফার ৷ তিনি আরও বলে যে, ‘মোট কতজন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আছে তা আমরা জানি না, তবে আমরা আইন প্রয়োগে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধদের ধরতে অনুসন্ধান করবো ৷

এনএফ/জেআইএম