খেলাধুলা

নতুন স্পন্সরের কাছ থেকে ৪০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ঘরোয়া ফুটবলের জন্য নতুন স্পন্সর হিসেবে মিডিয়া পার্টনার্স অ্যান্ড সিলভা নামের লন্ডনভিত্তিক একটি স্পোর্টস এজেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হচ্ছে সে আভাস আগেই দিয়েছিলেন কাজী মো. সালাউদ্দিন। অবশেষে এমপি অ্যান্ড সিলভা নামের ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্নও করেছে বাফুফে। শনিবার নির্বাহী কমিটির সভা শেষে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা।

Advertisement

ঘরোয়া ফুটবলের সিনিয়র পর্যায়ের লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট হবে এ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায়। প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের চুক্তি হয়েছে ৫ বছরের। প্রতি বছর প্রতিষ্ঠানটি বাফুফেকে দেবে ৮ কোটি টাকা। ৫ বছরের টাকার পরিমান ৪০ কোটি টাকা।

সভা শেষে বাফুফে সহসভাপতি মহিউদ্দিন মহি বলেছেন,‘প্রতি বছর শেষে চুক্তি নবায়ন হবে। এ প্রতিষ্ঠান ঘরোয়া ফুটবলের সব লিগ ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করবে। চুক্তির একটি অংশ ইতিমধ্যে বাফুফেকে প্রদানও করেছে এমপি অ্যান্ড সিলভা। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানিয়েছেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের ইতিমধ্যে আড়াই লাখ মার্কিন ডলার প্রদান করেছে।’

আরআই/আইএইচএস/আরআইপি

Advertisement