দলে জায়গা নিয়মিত জায়গা পাচ্ছিলেন না নিজেকে প্রমাণের। যতটুকু পাচ্ছিলেন ততোটুক সময়েই নিজের পুরোটা নিংড়ে দিতে কার্পণ্য করেননি রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজ। জিদানের অধীনেই ব্রাত্য হয়ে পরবর্তীতে লোনে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সেখানে দুর্দান্ত পারফর্ম করেছেন বর্তমান মৌসুমে। কিন্তু নিজের সাবেক গুরুর হঠাৎ রিয়াল ছাড়াতে ব্যথিত হামেস রদ্রিগেজ।
Advertisement
জিদানের বিদায় প্রসঙ্গে হামেস বলেন, ‘জিদানের পদত্যাগ? এটা বিস্ময়কর ছিলো কারণ সে রিয়ালে সব কিছুই জিতেছে। কিন্তু এটা এমন কিছু যা সে নিজে সিদ্ধান্ত নিয়েছে।’
কিছুদিন আগেই নাপোলির নতুন কোচ হয়েছেন কার্লো আনচেলোত্তি। পদত্যাগ করা মাউরিজিও সারির স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক রিয়াল ও বায়ার্ন কোচ। তাকে নিয়েই কথা বলেছেন সাবেক শিষ্য হামেস রদ্রিগেজ।
রিয়াল ও বায়ার্নে কার্লোর অধীনে খেলা ২৬ বছর বয়সী এ কলম্বিয়ান তারকা বলেন, ‘নেপলসে আনচেলোত্তি? কার্লো এমন একজন কোচ যার অনেক গুণ রয়েছে। আমার মনে হয়, সে সেখানে ভালো করতে পারবে। আমি তার অধীনে অনেক বছর খেলেছি এবং আমি মনে করি নাপোলির জন্য অসাধারণ একজন কোচ হবেন কার্লো।’
Advertisement
আনচেলত্তি ইতালিতে আসায় সম্ভাবনা জেগেছে হামেসেরও ইতালির কোন ক্লাবে জয়েন করার। হামেস বলেন, ‘ইতালিতে খেলবো কিনা? না আমি মনে করি আমি কখনো সে রকম প্রস্তাব কারো কাছ থেকে পাইনি। কিন্তু আমরা ভবিষ্যতে সেটা দেখবো। আমি ইতালিতে খেলতে পছন্দ করবো কিনা? হ্যাঁ, কেন নয়।’
ডিকেটি/আরআর/এমএস