খেলাধুলা

তিন বিভাগেই ভালো খেলতে চাই : সাকিব

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ভারতের দেরাদুনে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে শুক্রবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রীতি ম্যাচে ৮ উইকেটে হারে সাকিববাহিনী। ব্যাটে রান তুললেও বোলারদের পারফরম্যান্সের দৈন্যদশা ভাবাচ্ছে সাকিবকে। আফগানদের বিপক্ষে জিততে হলে প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা আশা করছেন সাকিব।

Advertisement

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজ দলের খেলোয়াড়দের পুরোটা নিংড়ে দেওয়ার তাগিদ দেন সাকিব। ‘আমরা ব্যাটিং বলেন, বোলিং বলেন আর ফিল্ডিং বলেন-তিন বিভাগেই ভালো খেলতে চাই। টি-টোয়েন্টি হোক আর টেস্ট ম্যাচ হোক, আন্তর্জাতিক ক্রিকেটে সবই কঠিন ফরম্যাট। যেদিন যে ভালো খেলবে সেদিন সেই জিতবে। আমরা এই সিরিজটি ভালো খেলেই জিততে চাই-এটাই বড় কথা।’

নিদাহাস ট্রফিতে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। ঐ টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে দুইবার হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল সাকিবরা। কিন্তু সেখানে জিততে জিততেও দীনেশ কার্তিকের ঝড়ো ইনিংসে হার মেনে নিতে হয় মুশফিকদের। সেই টুর্নামেন্টের মতই ভালো পারফরম্যান্স করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব। ‘আমাদের দুই-তিনজন খেলোয়াড় ম্যাচ নিয়ন্ত্রণে নিতে পারে, তারা ভালো না করলে যে ম্যাচ জেতা কঠিন হবে তাও নয়। আমাদের ১১ জনকেই ভালো খেলতে হবে। তাহলে গত সিরিজে যেভাবে ভালো করেছি, সেটাই বজায় থাকবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই ভালো করতে হবে। শুধু পেসারদের এগিয়ে আসলেই চলবে না, স্পিনারদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ব্যাটিংয়েও তাই। সবাই বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে।’

এখনো দলের উন্নতির জায়গা আছে মনে করে সাকিব বলেন, ‘সব দিকেই আমাদের ফোকাস রাখতে হবে। আফগানিস্তান দলটা বেশ ভালো। ওদের হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে। নতুন করে কিংবা আলাদা করে সেভাবে আমাদের কাজ করতে হচ্ছে না। তবে, প্রতিনিয়ত আমাদের উন্নতি হচ্ছে। এটা ধরে রাখতে চাই।’

Advertisement

৩, ৫ ও ৭ জুন আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আরআর/এমএস