আন্তর্জাতিক

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার ইসফাহানের মরুভূমি এলাকায় বিধ্বস্ত ওই বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

Advertisement

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসফাহানের শহীদ বাবায়েই বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ওই প্রশিক্ষণ বিমান। পরে দুপুরের দিকে হাসানাবাদ গ্রামের কাছে বিধ্বস্ত হয় বিমানটি।

আরও পড়ুন : সব রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

Advertisement

ফারস বলছে, জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা বিমান বিধ্বস্তের স্থানে পৌঁছেছে। বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-৭ এর পাইলট ও কো-পাইলটকে হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : রয়টার্স।

এসআইএস/আরআইপি

Advertisement