জাতীয়

এরশাদের যুক্তরাষ্ট্র সফর বাতিল : জাতিসংঘ পুরস্কার নিয়ে বিভ্রান্তি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে ‘জাতিসংঘ’ একটি পুরস্কার দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পুরস্কার গ্রহণ করতে রোববার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুরস্কারের সঙ্গে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। এমনকি ওই পুরস্কার নেয়ার জন্য এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অর্থ দিতে হবে। ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’ নামের নিউইয়র্কভিত্তিক একটি সংস্থা এ বছর তাদের ‘গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি’ (গড) অ্যাওয়ার্ডস-এর জন্য বিভিন্ন দেশের ২৪ জনের সঙ্গে এরশাদকেও বেছে নিয়েছে। ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’  ক্যাটাগরিতে এবার এরশাদকে এই সম্মাননা দেয়ার কথা জানানো হয়েছে।আগামী ৫ থেকে ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনদিনব্যাপী সম্মেলনে এ সম্মাননা দেয়ার কথাও জানানো হয়েছিল এরশাদকে। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’র বিভিন্ন প্রকল্পের তহবিলের একটি বড় অংশ সংগ্রহ করা হয় বলেও জানানো হয়। এবারের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তিনদিনের জন্য মাথাপিছু দুই হাজার ডলার করে দিতে হবে। আর শুধু পুরস্কার বিতরণের দিন উপস্থিত হলে দিতে হবে এক হাজার ডলার করে।এদিকে জাতীয় পার্টির তরফ থেকে এ পুরস্কারকে ‘জাতিসংঘের পুরস্কার’ বলে প্রচারণা চালানো হলেও জাতিসংঘ মহাসচিবের সচিবালয়ের কর্মকর্তারা এরইমধ্যে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে জাতিসংঘের  কোনো সম্পর্ক নেই। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে মোমেনও জানিয়েছেন, এক হাজার ডলার ফি দিয়ে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না।এ বিষয়ে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, এরশাদ অসুস্থ, তাই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। পুরস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: ‘পুরস্কার চলে আসবে’।এসকেডি/এমএস

Advertisement