দেশজুড়ে

গাজীপুরে হামিম গ্রুপের কারখানায় বিক্ষোভ

গাজীপুরে হামিম গ্রুপের একটি কারখানায় নিরাপত্তা কর্মীদের মারধরে আহত শ্রমিক তৈয়ব আলীর মৃত্যুর গুজবে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেইট এলাকায় ভাঙচুরের এ ঘটনা ঘটে। পরে টঙ্গী থানা পুলিশ ও গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেইট শহীদ সুন্দর আলী রোড এলাকায় হামিম গ্রুপের নিটিং ওয়াশিং প্ল্যান্টের শ্রমিক তৈয়ব আলীকে কারখানার একটি প্যান্ট চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীরা মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় টঙ্গী হাসপাতালে পাঠায়। শুক্রবার রাতে সহকর্মীরা খবর পান তৈয়ব মারা গেছেন। এ খবরে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানায় কাঁচ-মালপত্র ভাঙচুরসহ কারখানা চত্বরে থাকা কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে।

ওসি কামান আরও বলেন, খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে কারখানার মালিক (এমডি) একে চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় তিনি কারখানা কর্মকর্তা, আইনশৃঙ্খলা সদস্য ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে এবং আহত শ্রমিককে কারখনায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমান জানান, দুপুরে মালিক-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে। রোববার থেকে যথারীতি কারখানায় কাজ চলবে।

Advertisement

তবে এডিশনাল এসপি মো. নুর আলম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কারখানা কর্তৃপক্ষও বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করবে।

মো.আমিনুল ইসলাম/আরএ/জেআইএম