আন্তর্জাতিক

কাশ্মীরে হাই অ্যালার্ট জারি

আগামী দু’একদিনের মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা হতে পারে। এ আশঙ্কায় আজ (১মে) কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারতের জম্মু-কাশ্মীরে। সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢুকেছে বলে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানোর পরই এ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু-কাশ্মীর, দিল্লিসহ একাধিক রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভারতীয় সুরক্ষা বাহিনীর উপর আক্রমণের আশঙ্কা করা হচ্ছে৷ আগামীকাল (২ জুন) এ হামলার সম্ভাবনা রয়েছে।

কোথাও সন্দেহভাজন কেউ লুকিয়ে আছে কি না তা জানতে হোটেল ও গেস্ট হাউজে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি। জম্মু ও কাশ্মীরের প্রতিটি এন্ট্রি পয়েন্টেও তল্লাশি জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে এখন জম্মু ও কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এরই মাঝে শনিবার (২ মে) জঙ্গিরা হামলা চালাতে পারে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা বিভাগ।

এমএমজেড/এমএস

Advertisement