১২ ক্লাবের প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে গেছে ঢাকা ওয়ান্ডারার্স। বাকি ১১ ক্লাবের মধ্যে শীর্ষ দল টিকে আছে শিরোপা লড়াই পর্ব সুপার ফাইভে। তবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আক্ষরিক অর্থে আছে দুই দল। সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান আর গতবারের চ্যাম্পিয়ন মেরিনার্সের মধ্যে এক দল হাসবে শেষ হাসি। লিগের শেষ ম্যাচে মেরিনার্সের কাছে হেরে শিরোপা পুনরুদ্ধারের আশা ছেড়ে দিয়েছে আবাহনী।
Advertisement
৫ দলের শেষ লড়াই পর্ব শুরু হচ্ছে শুক্রবার। মওলানা ভাসানি স্টেডিয়ামে সুপার ফাইভ পর্বের প্রথম ম্যাচে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান। বেলা ২ টায় তাদের প্রতিপক্ষ অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। বিকেল ৪ টায় আবাহনী খেলবে সোনালী ব্যাংকের বিরুদ্ধে।
লিগের ৮ রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলে সমান্তরাল ছিল ঢাকা মেরিনার ইয়াংস, আবাহনী ও মোহামেডান। নবম ম্যাচে মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারানোর পরই বদলে যেতে শুরু টেবিলের চিত্র। পরের ম্যাচে মেরিনার্সকে ৩-১ গোলে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে যায় সাদা-কালোরা। আবাহনীকে ৫-১ গোলে হারিয়ে ঘুড়ে দাঁড়ায় মেরিনার্স।
মোহামেডান সুপার ফাইভ শুরু করছে পূর্ণ ৩৩ পয়েন্ট নিয়ে। ৩০ পয়েন্ট নিয়ে তাদের পরে অবস্থান মেরিনার্সের। তিন নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ২৭। আবাহনী প্রায় ছিটকে গেলেও এখনো ভালো সম্ভাবনায় দাঁড়িয়ে মেরিনার্স।
Advertisement
শীর্ষে থাকা মোহামেডানের একটি হার আবার জমিয়ে দিতে পারে লিগ। তবে সাদা-কালোর সে সুযোগ দিতে চাইবে না নিশ্চয়। বৃহস্পতিবার দলের অধিনায়ক ইমরান হাসান পিন্টু বলেছেন, ‘প্রথম পর্বের মতো সুপার ফাইভের সব ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হতে চাই।’
আরআই/এমএমআর/জেআইএম