খেলাধুলা

কেন রিয়াল ছাড়ার সিদ্ধান্ত জিদানের?

রিয়াল মাদ্রিদে ঈর্ষণীয় সাফল্য। এবার লা লিগায় বিফল হলেও চ্যাম্পিয়ন্স লিগটা ঠিকই জিতেছেন জিনেদিন জিদান। ফরাসি এই কোচের ভবিষ্যত নিয়ে যা একটু শঙ্কা ছিল, সেটাও কেটে গেছে তাতে। তারপরও কেন রিয়াল ছাড়ার সিদ্ধান্ত? হঠাৎ কি মনে করে রোনালদো-বেল-বেনজেমাদের উপর থাকা ছায়াটা সরিয়ে নিচ্ছেন? বিদায়বেলায় তার একটা ফিরিস্তি দিয়েছেন জিদান। যদিও এগুলো থেকে পরিষ্কার বোঝা যায়নি, আসলেই কি কারণে আকস্মিক পদত্যাগ।

Advertisement

মাত্র আড়াই বছরে রিয়ালকে ৯টি শিরোপা এনে দিয়েছেন জিদান। দলকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, চারদিনও পার হয়নি। এরই মধ্যে বলে দিলেন বিদায়। তার কাছে নাকি মনে হয়েছে, দলে একটা পরিবর্তন দরকার।

রিয়াল কোচের ভাষায়, ‘আগামী মৌসুমে আমি আর রিয়াল মাদ্রিদের কোচ থাকব না। এ দলের জয় অব্যাহত থাকা উচিত। কিন্তু তিনটি বছর কাটানোর পর একটা পরিবর্তন দরকার। একটু ভিন্ন কিছু, ভিন্ন এক বার্তা। সব ব্যাপারে ভিন্নভাবে এগোনোর চিন্তা। আমি জানি, এটার সঙ্গে জড়িত সবার জন্য খুব অদ্ভুত এক সময় এটি। কিন্তু আমার মনে হয়, এটাই সঠিক সময়।’

রিয়াল মাদ্রিদে দায়িত্ব চালিয়ে গেলেই যে দলকে আরও সাফল্য এনে দিতে পারতেন, এমনটা মানছেন না জিদান। অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন এই কোচ বলছিলেন, ‘আমি যদি আগামী মৌসুমেও এখানে ম্যানেজার থাকতাম, তাহলে আমাদের জন্য খুব কঠিন হতো কোনো শিরোপা জেতা। এ মৌসুমে কোপাতেই দেখেছেন এটা । ঘরোয়া টুর্নামেন্টের কথা ভুলে যেতে পারেন না আপনি। আপনাকে জানতে হবে কখন থামতে হয়। দলের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

Advertisement

রিয়াল কোচের কথায় মনে হলো, দলে খেলোয়াড় আনা কিংবা ছেড়ে দেয়া নেয়া কোনো সমস্যা হতে পারে। জিদান যদিও সেটা অস্বীকার করেছেন, ‘আমরা দলের শক্তি বাড়ানো নিয়ে কথা বলেছি এবং নতুন খেলোয়াড় আনা নিয়েও। কিন্তু এ কারণে আমি যাচ্ছি না। কিন্তু কোচিং করতে চাইলে, এটাও তো কাজের অংশ। পরিবর্তন দরকার। কিন্তু আমি এর মধ্যে জড়াব না। আমি এ দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আসিনি।’

জিদান আরও যোগ করেন, ‘আমি জন্মগতভাবে বিজয়ী এবং আমি জিততে ভালোবাসি। আমি হারতে অপছন্দ করি। যখনই মনে হয়েছে আমি জিতব না, তখনই মনে হয়েছে পরিবর্তন দরকার। এই খেলোয়াড় কিংবা ওই খেলোয়াড়কে বদলানোর সিদ্ধান্ত নিইনি। আমি নিজেই চলে যাব বলেছি।’

সব কথার শেষ কথা। জিদান মনে করছেন, রিয়ালকে দেয়ার মতো আর কিছু বাকি নেই তার। বিদায়টাকে নিজের সিদ্ধান্তই বলছেন তিনি, ‘আমি সব সময় বলেছি, এ ক্লাবে যেকোনো কিছু ঘটতে পারে এবং আমার সময় শেষ হয়েছে। আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছি। সৎ থাকার চেষ্টা করেছি, ক্লাবকে গর্বিত করার চেষ্টা করেছি। আমি সব সময় আমার খেলোয়াড়ের সম্মান পেয়েছি এবং এটা ছাড়া কিছু অর্জন করা কঠিন। আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত।’

এমএমআর/পিআর

Advertisement