সংবিধান কিংবা বিচারপতি নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় না মেনে বিচারপতি নিয়োগের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
Advertisement
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে বিচার কাজ পরিচালনায় আমরা দীর্ঘদিন বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে আসছিলাম। আমরা চেয়েছিলাম আইন করে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ হোক। এ বিষয়ে সাধারণ আইনজীবীদের রেজুলেশন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার খবরসহ বিভিন্ন নথি প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘শুনেছি, হাইকোর্ট বিভাগে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে আইনমন্ত্রী এক বিবৃতিতে বলেছিলেন, বিচারপতি নিয়োগে আইন করার কথা। ২০১৭ সালের ১৩ এপ্রিল হাইকোর্টের দেয়া এক রায়ের গাইড লাইনের আলোকে আমরাও বিচারপতি নিয়োগের কথা বলেছিলাম। কিন্তু সেই গাইড লাইন অনুসারে এ ১৮ বিচারপতি নিয়োগ পেয়েছেন কিনা তা পর্যবেক্ষণ করছি। আমরা চাই বিচারপতি নিয়োগে আইন করা হোক।’
জয়নুল আবেদীন আরও বলেন, ‘এ ১৮ বিচারপতি নিয়োগে সরকারের কোনো যোগসাজশ আছে কিনা খুঁজে দেখা হবে। আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি, বিচারপতি নিয়োগে আইন করতে হবে। যারা নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের গাইড লাইন অনুসরণ করা হচ্ছে কিনা তা আমরা পরীক্ষা করছি।’
Advertisement
এফএইচ/এএইচ/পিআর