জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে শনিবার সন্ধ্যায় ৪০টি মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস উপলক্ষে গৃহিত মাসব্যাপি ঘোষিত কর্মসিচির অংশ হিসেবে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত থেকে গোটা মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্ভোধন করেন।এর আগে মাসব্যাপি কর্মসিচির প্রথম দিন শনিবার সকালে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এসময় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসন অনুষদের ডিন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শোকের মাসে আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা কর্মসূচ পালন করা হবে বলে জানা গেছে।এমইউ/বিএ
Advertisement