খেলাধুলা

রিয়ালে এখনো সম্মানজনক বিদায়ের স্বপ্ন দেখেন ক্যাসিয়াস

তার বিদায়টা ছিল খুবই করুণ। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে মূল দল, সবমিলিয়ে একটানা ২৫ বছর খেলে গেছেন। অনেক ক্লাবের মোটা অঙ্কের টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শুধু রিয়ালে থাকবেন বলে। কিন্তু ক্লাবের প্রতি তার এই আত্মত্যাগ শেষ পর্যন্ত বিষাদে রূপ নেয়। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা তাকে দিতে হয় সংবাদ সম্মেলন করে। আফসোস করেছিলেন যেই ক্লাবে এত বছর কাটিয়েছেন সেই ক্লাবের কাছ থেকে অন্তত সম্মানজনক বিদায় পেতে পারতেন। তিন বছর পেরিয়ে গেছে রিয়াল ছেড়েছেন। এখনো তাদের কাছ থেকে সম্মানজনক বিদায়ের স্বপ্ন দেখেন কিংবদন্তি ফুটবলার ইকার ক্যাসিয়াস।

Advertisement

সম্প্রতি স্প্যানিশ স্পোর্টিমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসিয়াস বলেন, ‘আমরা সবাই এমন আনুষ্ঠানিক বিদায় পছন্দ করি কিন্তু এটা এখনো সম্ভব। আমার রিয়াল ছাড়ার সময়কার অবস্থাটা কিছুটা ভিন্ন ছিল কিন্তু আমি এখনো আশাবাদী ভবিষ্যতে সম্মানজনক কিছু একটা হবে। দেখা যাক কী হয়।’

সম্প্রতি ইনিয়েস্তার বার্সেলোনা থেকে বিদায় ইকার ক্যাসিয়াসের মনকে আরো একবার নাড়া দেয়। আনুষ্ঠানিকভাবে ক্লাবের সবার কাছ থেকে এবং মাঠ থেকে বিদায় নেন তিনি। তার জন্য নানা অনুষ্ঠানেরও আয়োজন করে বার্সেলোনা বোর্ড। ইনিয়েস্তার মতই ক্যাসিয়াসও ছিলেন রিয়ালের মধ্যমণি। তার জন্য এমন কোন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানই করেনি রিয়াল।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী ইকার ক্যাসিয়াস কথা বলেছেন বর্তমান স্পেন দল নিয়েও। ‘লোপেতেগুইর তরুণদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটা দলের জন্য খুব ভালো। আমি বিশ্বাস করি এখনই সময় এটা করার। তার ধ্যানধারণা সবকিছুই বুঝতে পারি। তার কাছে শক্তিশালী কিছু খেলোয়াড় রয়েছে। রামোস এখন পারফেক্ট ডিফেন্ডার। আমি সবসময়ে তাকে আমার দলে রাখতে চাই। সে রাইট ব্যাকের থেকে ১০০ গুণ বেশি ভালো সেন্টার ব্যাকে।’

Advertisement

বর্তমানে পোর্তোর হয়ে মাঠ মাতাচ্ছেন ক্যাসিয়াস। সম্প্রতি আরো একবছরের জন্য চুক্তি করেছেন পর্তুগিজ দলটির সাথে। মাদ্রিদে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। ‘আমি যদি মাদ্রিদে ফিরেই আসি তাহলে দর্শক হয়েই আসবো। আমার বয়স এখন ৩৭ এবং ৩৪ বছর বয়সে ক্লাব ছাড়ার পর থেকে আমি মাদ্রিদের দর্শকই। আমি এখনো রিয়াল মাদ্রিদের জার্সিতে অটোগ্রাফ দেই, সেটা যেখানেই হোক। কীভাবে আমি মাদ্রিদকে না করবো?’

আরআর/আরআইপি