আন্তর্জাতিক

কূটনীতিকদের সম্মানে মালয়েশীয় প্রধানমন্ত্রীর ইফতার

বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ। বুধবার পুত্রাজায়ায় তার কার্যালয়ে বাংলাদেশসহ ৮৭টি দেশের কূটনীতিকরা এতে অংশগ্রহণ করেন। ইফতারে আগত রাষ্ট্রদূতদের সঙ্গে মাহাথির মোহাম্মদ কুশল বিনিময় করেন।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবুসহ মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রদূতদের সম্মানে ইফতারের যোগদেন বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।

হাইকমিশনার শহীদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাজের সম্ভাবনা ও সমস্যা বিষয়ে এবং দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে এসেছেন। তারাও চান মালয়েশিয়ায় যাতে করে বাংলাদেশিরা মালয়েশিয়ায় সম্মানের জায়গায় থেকে বসবাস করুক।

Advertisement

বিএ