মুক্তিকামী ফিলিস্তিনিদের আন্দোলনে উত্তাল জেরুজালেম। দিনের পর দিন ইসরায়েলি বাহিনীর দমন নিপীড়নের শিকার হয়ে আসছেন তারা। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি মৃত্যু উপত্যকায় পরিণত হলেও সেই ইসরায়েলের জেরুজালেমেই ম্যাচ খেলতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে জুনের ৯ তারিখে নেতানিয়াহুর দেশের বিপক্ষে জেরুজালেমে এক প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির দল।। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন সেই ম্যাচ নিয়ে ইতিবাচক হলেও সেখানে খেলতে মন সায় দিচ্ছে না আর্জেন্টাইন কোচ সাম্পাওলির।
Advertisement
হাইতির বিপক্ষে বিশ্বকাপপূর্ব এক প্রীতি ম্যাচে ৪-০ গোলের জয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন আর্জেন্টিনার কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের মাটিতে ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘আমি ম্যাচটি বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। বিশ্বকাপের আগে কম ভ্রমণ করতে চেয়েছিলাম আমরা।’
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ নিয়ে আর কথা না বললেও তার মুখে উঠে এসেছে হাইতির বিপক্ষে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা। ‘আমি বর্তমানে খুব উজ্জীবিত। আমার মনে হয়, আইসল্যান্ডের বিপক্ষেও আজকের মতই অবস্থা হবে। হাইতির রক্ষণভাগ ছিল অনেক দৃঢ় যে কারণে আমরা চেষ্টা করেছি এটার সুযোগ নিতে।’
ম্যাচ বদলি হিসেবে আগুয়েরো, বানেগা, রোহোরা নামলেও লা বোম্বরেনা স্টেডিয়ামে নামার সুযোগ হয়নি পাওলো দিবালার। এ ব্যাপারে নিজের ব্যাখ্যা দেন সাম্পাওলি। ‘আমরা প্রথমার্ধে মাত্র একটি গোল পেয়েছি, যে কারণে দ্বিতীয়ার্ধে আর তাকে নামাইনি।’
Advertisement
আরআর/পিআর