জাতীয়

শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সিএমপির নির্দেশনা

সারাদেশে আগামী শুক্রবার (১ জুন) শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (রাজস্ব) সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

Advertisement

বুধবার (৩০ মে) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (১ জুন) পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষে এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরকদ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন; উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার; পরীক্ষার সহিত সংশ্লিষ্ট সরকারী দায়িত্বপালনরত ব্যক্তি ও পরীক্ষার্থী ব্যতীত অন্য কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ নির্দেশ জারি করেছেন। তবে সরকারি দায়িত্বপালনরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

Advertisement

চট্টগ্রাম মহানগরীতে মোট ৪৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (পুরাতন বিল্ডিং), ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (নতুন বিল্ডিং), জে. এম. সেন হাইস্কুল অ্যান্ড কলেজ, এনায়েত বাজার ওমেন কলেজ, অর্পনা চরণ সিটি কর্পোরেশন গালর্স স্কুল অ্যান্ড কলেজ, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (হাইস্কুল শাখা), মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (কলেজ শাখা), চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুল, চট্টগ্রাম সরকারি কলেজ (পুরাতন বিল্ডিং), চট্টগ্রাম সরকারি কলেজ (নতুন বিল্ডিং), হাজী মুহাম্মদ মহসিন কলেজ (নতুন বিল্ডিং), হাজী মুহাম্মদ মহসিন কলেজ (পুরাতন বিল্ডিং), কাজেম আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন ওমেন ডিগ্রি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি হাইস্কুল অ্যান্ড কলেজ (স্কুল বিল্ডিং), বাংলাদেশ মহিলা সমিতি হাইস্কুল অ্যান্ড কলেজ (কলেজ বিল্ডিং), সরকারি বাণিজ্য কলেজ (পুরাতন বিল্ডিং), সরকারী বাণিজ্য কলেজ (নতুন বিল্ডিং), ইসলামিয়া ডিগ্রি কলেজ (পুরাতন বিল্ডিং), ইসলামিয়া ডিগ্রি কলেজ (নতুন বিল্ডিং), ২৪ সরকারি সিটি কলেজ (পুরাতন বিল্ডিং), সরকারি সিটি কলেজ (নতুন বিল্ডিং), কলেজিয়েট স্কুল (স্কুল শাখা), কলেজিয়েট স্কুল (কলেজ শাখা), সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এন. এম সি মডেল হাইস্কুল, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, ওমর গণি এমইএস কলেজ (নতুন বিল্ডিং), ওমরগণি এমইএস কলেজ (পুরাতন বিল্ডিং), নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উমেন কলেজ রোড, চট্টগ্রাম, নাসিরাবাদ (নতুন বিল্ডিং), চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ (পুরাতন বিল্ডিং), চট্টগ্রাম পলিটেকনিক ইন্সষ্টিটিউট (পুরাতন বিল্ডিং), চট্টগ্রাম পলিটেকনিক ইন্সস্টিটিউট (নতুন বিল্ডিং), চট্টগ্রাম পুলিশ ইন্সষ্টিটিউট স্কুল, দামপাড়া, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, আগ্রাবাদ গর্ভমেন্ট কলোনী হাইস্কুল (বালক শাখা), আগ্রাবাদ গর্ভমেন্ট কলোনি হাইস্কুল (বালিকা শাখা), আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, ৪৬) হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ ও পোস্তারপাড়া আছমাখাতুন সিটি কর্পোরেশন ওমেন ডিগ্রী কলেজ।

আবু আজাদ/এমএআর/জেআইএম