জাতীয়

এবার জাপানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

এবার জাপানি ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’। জাপানের নামকরা প্রকাশনী ‘দ্য আশাহি শোতেন’ বইটি প্রকাশ করেছে। দ্য আশাহি শোতেনের প্রধান নির্বাহীর মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনূদিত হওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও চিন্তা এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে বুঝতে জাপানিদের সুবিধা হবে। এতে দু’দেশের সম্পর্ক আরো গভীর হবে।শনিবার (০১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর বাংলা বিভাগের প্রধান প্রোগ্রাম পরিচালক কাজুহিরো ওয়াতানেবে। তিনি নিজে বইটির অনুবাদক।বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় পৌঁছেছেন ওয়াতানেবে। রোববার (০২ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বইটি হস্তান্তর করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের এসময় উপস্থিত থাকার কথা রয়েছে।আরএম/এসএইচএস/এমআরআই

Advertisement