খেলাধুলা

মোস্তাফিজের পরিবর্তে আবুল হাসান রাজু

বাঁ-পায়ের ইনজুরিতে আফগানিস্তান সিরিজ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। বৃদ্ধাঙ্গুলির ওপর চিড় ধরা পড়ায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না কাটার মাস্টারের। মোস্তাফিজের পরিবর্তে কে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন সেটা নিয়ে নানা মহল থেকে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার পরিবর্তে দেরাদুনে যাচ্ছেন বাংলাদেশি পেসার আবুল হাসান রাজু।

Advertisement

বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজুরের পরিবর্তে রাজুর নাম ঘোষণা করে। এর আগে আইপিএল খেলে দেশে ফিরে একটি অনুশীলন ম্যাচ খেলেন মোস্তাফিজ। কিন্তু দল দেশ ছাড়ার একদিন আগে হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব করেন তিনি। তখনই ডাক্তারের শরণাপন্ন হন তিনি। তারপরেই মূলত জানা যায়, সুস্থ হতে কিছুদিন সময় লাগবে তার। এ কারণে আফগানদের বিপক্ষে তার খেলা হবে না।

মোস্তাফিজুরের অবর্তমানে কে যাবেন দেরাদুনে সেটা নিয়ে চলছিল নানা কথা। উইকেট দেখেই মোস্তাফিজুরের বিকল্প খেলোয়াড়কে দেরাদুনে পাঠানোর কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক নান্নু। মঙ্গলবার রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়ে নান্নু বলেছিলেন, ‘আমরা কোচ, ম্যানেজার তথা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছি, তারা বুধবার প্র্যাকটিসে গিয়ে দেরাদুনের উইকেটটা মন দিয়ে দেখবেন। টিম ম্যানেজমেন্ট উইকেটের চরিত্র ও গতি-প্রকৃতি ঠাউরে আমাদের যা জানাবেন আমরা সেই আলোকেই বিকল্প পাঠাবো।’

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিটি হবে যথাক্রমে ৫ ও ৭ জুন। এর পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট পাড়ি জমাবে বাংলাদেশ ক্রিকেট দল।

Advertisement

আরআর/আরআইপি