দেশজুড়ে

বিড়ি রক্ষায় চার দফা দাবি

বিড়ি শিল্প রক্ষার জন্য চার দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন দক্ষিণাঞ্চল আয়োজনে বুধবার দুপুরে যশোর কাস্টমস কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Advertisement

মানববন্ধনে কয়েক হাজার বিড়ি শ্রমিক অংশ নিয়ে বিড়ি শিল্প রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে যশোর কাস্টমস কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বরাবর এ ব্যাপারে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, সিগারেট থাকবে যতদিন, বিড়িও থাকবে ততদিন। ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা ও প্রতি হাজারে শুল্ক ১৪ টাকা করতে হবে এবং বছরে ২০ লাখ শলাকার কম উৎপাদনকারী বিড়ি ফ্যাক্টরি থেকে শুল্ক নেয়া যাবে না।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ফজলুর রহমান, শ্রমিক নেতা আলমগীর হোসেন, নূর এ আযম, মায়া খাতুন ও খোদেজা খাতুন প্রমুখ।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশি সিগারেট কোম্পানির শুল্ক কম ধরে দেশি বিড়ি শিল্প ধ্বংস করার জন্য বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক ধরা হয়েছে। নেতৃবৃন্দ বৈষম্যমূলক এই শুল্ক নীতি প্রত্যাহারেরও দাবি জানান।

মিলন রহমান/এএম/জেআইএম