কৃষি ও প্রকৃতি

গ্রীষ্মকালে বাড়তি চাষাবাদ

গ্রীষ্মকালে ধান, পাট, আলু, শাক-সবজির পাশাপাশি বাড়তি কিছু চাষাবাদ করতে পারেন। যেমন- আদা, হলুদ, মিষ্টি আলু, মুগডাল, চিনাবাদাম, কচু, নারিকেল ও সুপারি প্রভৃতি। তাহলে আসুন জেনে নেই চাষাবাদে করণীয় কী-

Advertisement

১. বাড়ির কাছাকাছি উঁচু এমনকি আধা ছায়াযুক্ত জায়গায় আদা ও হলুদের চাষ করতে পারেন।২. মাঠের মিষ্টি আলু, চিনাবাদাম বৃষ্টি শুরু হওয়ার আগেই তুলে ফেলতে হবে।৩. গ্রীষ্মকালীন মুগডালের চাষও এ মাসে করতে পারেন।

> আরও পড়ুন- জ্যৈষ্ঠ মাসে শাক-সবজির যত্ন নিন

৪. পতিত বা আধা ছায়াযুক্ত স্থানে লতিরাজ বা পানি কচু বা অন্যান্য উপযোগী কচুর চাষ করতে পারেন।৫. সবুজ সার করার জন্য ধইঞ্চা বা অন্য গাছ লাগাতে পারেন।৬. ধইঞ্চা বা অন্য চারার বয়স ৩৫-৪৫ দিন হলে চাষ ও মই দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ৭. সবুজ সার মাটিতে মেশানোর ৭-১০ দিন পরই ধান বা অন্যান্য চারা রোপণ করতে পারবেন।৮. জায়গা নির্বাচন, গর্ত তৈরি ও প্রস্তুতি, সারের প্রাথমিক প্রয়োগ, চারা নির্বাচন এ মাসেই শেষ করতে হবে।৯. উপযুক্ত মাতৃগাছ থেকে ভালো বীজ সংগ্রহ করে বীজতলায় নারিকেল ও সুপারির বীজ লাগাতে পারেন।

Advertisement

এসইউ/পিআর