দেশজুড়ে

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ইসহাক নিহত

চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইসহাক (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, কাতুর্জসহ একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

নিহত মো. ইসহাক নগরীর কোতোয়ালী থানার ৩৮ নম্বর লাভলেন ন্যাশনাল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরের টাইগারপাস পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীদের একটি দল তাদের ওপর গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।’

Advertisement

এএসপি মিমতানুর রহমান বলেন, ‘গোলাগুলির এক পর্যায়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণের জন্য পিছু হটে। পরে ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী ইসহাক মিয়ার লাশ দেখতে পায়।’

নগরের ডবলমুরিং থানা পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ‘ইসহাক চিন্হিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ৯টি, কয়েকটি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলারয়েছে। ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, কাতুর্জসহ একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

আবু আজাদ/বিএ

Advertisement