সারাদেশের বিক্রয় প্রতিনিধিদের নিয়ে ‘সাকসেস মিট’ শীর্ষক সম্মেলন করেছে আরএফএল ইলেক্ট্রনিক্স। সম্মেলনে আরএফএল এর ভিশন, বিজলী এবং ক্লিক ব্র্যান্ডের ৭৭৩ জন বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, খুব শিগগির আর বিদেশ থেকে প্রযুক্তিপণ্য এবং বৈদ্যুতিক পণ্য আমদানি করতে হবে না। আরএফএল বিশ্বমানের পণ্য তৈরি করে যৌক্তিক মূল্যে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।তিনি আরো বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই মানসম্পন্ন আরএফএল পণ্য তৈরি করা হয় যা এখন বিদেশেও রফতানি হচ্ছে। প্রাণ-আরএফএল এর পণ্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।বিক্রয়কর্মীদের উদ্দেশে আরএফএল এর পরিচালক আর এন পাল বলেন, নিজেদের মান উন্নয়নের জন্য আরএফএল একটি সঠিক জায়গা। আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে এবং নিজেদেরকে এগিয়ে নিতে হবে।২৫ জুলাই কক্সবাজারের লং বিচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরএফএল ইলেক্ট্রনিক্স-এর বিক্রয় এবং বিপণনের জিএম মাহবুবুল ওয়াহিদসহ আরএফএল এর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এসএইচএস/আরআইপি
Advertisement