অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ২৮ মে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
Advertisement
বদলিকৃতদের মধ্যে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবকে সিলেটে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে বিপিএ সারদা রাজশাহীতে, সিএমপি চট্টগ্রামের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার সমমর্যাদা) শাহ মো. আব্দুর রউফকে চট্টগ্রামে, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীনকে নোয়াখালীতে, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামকে কুষ্টিয়ায়, রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতারকে সিরাজগঞ্জ সদর সার্কেলে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে শরীয়তপুরের নড়িয়া সার্কেলে বদলি করা হয়েছে।
এ ছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহম্মদকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে, নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবাকে ঢাকায় ট্যুরিস্ট পুলিশে, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীকে ঢাকায় নৌ পুলিশে, দিনাজপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসানকে রাজশাহীতে, ঢাকার পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন), অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা তবিবুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপিতে, ঢাকার অষ্টম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোতাজ্জের হোসেনকে ঢাকায় এসবিতে, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানকে ভোলার লালমোহন সার্কেরে, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আয়নাল হককে পঞ্চম এপিবিএন ঢাকায় বদলি করা হয়েছে।
এআর/জেডএ/আরআইপি
Advertisement