খেলাধুলা

বিশ্বকাপে এবার আর বিতর্কিত কাণ্ড ঘটাবেন না সুয়ারেজ

বিশ্বকাপ বিতর্ক এবং সুয়ারেজ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিশ্বকাপ আসলেই বিতর্ক যেন পিছু ছাড়ে না এই উরুগুইয়ানের। ২০১০ সালের হ্যান্ডবল কাণ্ড এখনো সবার জানা। ২০১৪ বিশ্বকাপে তার কামড় কাণ্ডের জন্য এখনো বিতর্কিত হচ্ছেন এই ফুটবলার। দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। এবার আর আগের মত কোন বিতর্কের সৃষ্টি করার দিকে মনোযোগ নেই তার। নিজেই জানালেন, আগের থেকে অনেক পরিণত এখন তিনি।

Advertisement

বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন করা শুরু করেছেন সুয়ারেজ। প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এই বার্সা তারকা। সেখানেই তিনি বলেন, ‘এখন দক্ষিণ আফ্রিকার ২০১০ এবং ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ অতীত হয়ে গেছে। আমি এখানে এসেছি ভিন্ন স্বপ্ন নিয়ে, ভিন্ন আশা নিয়ে যেটা দলকে উদ্বুদ্ধ করতে পারবে বিশ্বকাপে। ম্যাচগুলোর চাহিদা আমাদের কাছে অনেক, আমি আগের থেকে এখন অনেক পরিণত।’

৩১ বছর বয়সী সুয়ারেজের এটি তৃতীয় বিশ্বকাপ। নিজের প্রথম বিশ্বকাপে দলকে সেমিফাইনালে ওঠান। কিন্তু ২০১৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তার দলকে। ‘কিছু জিনিস ছাড়া আমার খেলার স্টাইলে কোন পরিবর্তন আসবে না কারণ আমি এভাবেই খেলতে পছন্দ করি এবং ভালোবাসি।’

২০১৪ বিশ্বকাপ খেলেই বার্সেলোনায় চলে যান সুয়ারেজ। গ্রিজম্যানের দলে আগমন সুয়ারেজের জন্য অশনি সংকেত হতে পারে বলে ধারণা অনেকের। সুয়ারেজ সেটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ‘আমি এখন শুধুই বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে চাচ্ছি। বার্সেলোনা থেকে চলে যাওয়ার গুঞ্জনে আপাতত মনোযোগ নেই আমার।’

Advertisement

১৯৫০ সালের পর বিশ্বকাপের বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়নি উরুগুয়ের। বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে সৌদি আরব, রাশিয়া এবং মিশরের সঙ্গে খেলতে হবে তাদেরকে। বিশ্বকাপে কে ফেবারিট এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘ এখানে ব্রাজিল, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স রয়েছে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলছে। তারাও ভয়ঙ্কর। উরুগুয়ের সবাই হয়তো বলতে পারে যে আমরা চ্যাম্পিয়ন হবো কিন্তু এটা খুব কঠিন। আমরা প্রথমে প্রতি ম্যাচে নজর রাখছি। প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উৎরানো।’

আরআর/এমএস