আজ ১২ রোজা, ঈদের বাকি আর ১৭ বা ১৮ দিন। এমন সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। আড়াই ঘণ্টা ধরে জ্বলা আগুনে পোশাক কারখানাটির বড় অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তারা।
Advertisement
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, মঙ্গলবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার ছোট কুমিরার মগপুকুর এলাকার পোশাক কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মহানগরসহ পাঁচটি ইউনিটের নয়টি গাড়ি ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাতাসের বেগ আগুন নেভানোর কাজটি কঠিন করে তোলে। আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুনে বিজি গার্মেন্টস নামের পোশাক কারখানাটির অনেকাংশই পুড়ে গেছে।’
তিনি জানান, আগুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিভলেও এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
জেডএ/এমএস
Advertisement