খেলাধুলা

রামোসকে নিষিদ্ধ করতে ৪ লাখ আবেদন

সালাহকে গুরুতর ইনজুরির মুখে ফেলায় রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের শাস্তির জন্য কয়েকদিন ধরেই অনলাইনে সালাহর ভক্তরা সোচ্চার। ফিফা ও উয়েফার কাছে রামোসের উপর নিষেধাজ্ঞা জারির জন্য অনলাইনে পিটিশন শুরু করেন এক নাইজেরিয়ান সাংবাদিক হয়। আব্দুল হাকেমের করা সেই পিটিশনে আজ দু’দিনে প্রায় ৪ লক্ষ মানুষ সাইন দিয়ে তাদের একাত্মতা প্রকাশ করেছে।

Advertisement

শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। খেলায় লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও আলোচনার কেন্দ্র বিন্দুতে সালাহর ইনজুরি। ম্যাচের ৩২ মিনিটের মাথায় রামোসের কড়া ট্যাকেলে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ। ইনজুরি নিয়ে শঙ্কায় এখনও বিশ্বকাপ নিশ্চিত নয় এই মিশরীয় ফুটবলারের। নিজেদের সেরা খেলোয়াড়কে হারিয়ে তাই প্রচণ্ড ক্ষেপে সালাহের ভক্তরা বিশেষ করে মিশরের সমর্থকেরা। অনেকে রামোসের করা এই ট্যাকলকে খেলার অংশ বললেও, ইচ্ছাকৃতভাবে রামোস এই ফাউল করেছে বলে মনে করছেন সালাহ ভক্তরা। তাই আব্দুল হাকেম ‘ইচ্ছাকৃতভাবে আহত করা হয়েছে সালাহকে’ এই নামে শুরু করে এই আবেদন।

পিটিশনে বলা হয়েছে, ‘সার্জিও রামোস ইচ্ছাকৃতভাবে সালাহর বাহুকে তার হাতের মধ্যে রেখেছিল, যার কারণে তার কাঁধের হার সরে গেছে। আর এ জন্য ম্যাচের বাকি অংশই না খেলেই সালাহকে মাঠ থেকে উঠে যেতে হয়। বিশ্বকাপও হয়তো মিস করতে যাচ্ছে। এছাড়াও লিভারপুলের খেলোয়াড়েরা তাকে (রামোস) তেমন কোন আক্রমণ করেনি, কিন্তু তবুও রেফারি সাদিও মানেকে হলুদ কার্ড দেখিয়েছে যা তার প্রাপ্য না।’

আব্দুল-হাকেম ওই আবেদনে আরও বলেন, ‘রামোস ভবিষ্যতের খেলোয়াড়দেরকে ভাল কিছু শিক্ষা দিচ্ছে না। নিরপেক্ষভাবে ম্যাচ জেতার চেয়ে সে মাঠে কুটকৌশল চালাচ্ছে যা কিনা খেলার মূলমন্ত্রের পরিপন্থী। উয়েফা আর ফিফার তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরণের কাজ করার সাহস না পায়।’

Advertisement

এসএস/আরআর/আরআইপি