আগামী ৩০ জুলাই এক দিনে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।
Advertisement
রোজার ঈদ ও কোরবানির ঈদের মাঝামাঝি সময়ে এই তিন সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সিইসি কার্যালয় কমিশন বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ তিন সিটি করপোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৮ জুন, যাচাই-বাছাই ১ থেকে ২ জুলাই ও প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই।
Advertisement
তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইলেট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নতুন আচরণবিধি সম্পর্কে সিইসি বলেন, আগামী ১৩ জুনের আগে যদি আচরণবিধি সংশোধন হয় তাহলে নতুন আচরণবিধি তিন সিটি নির্বাচনে কার্যকর হবে। আর যদি পরে সংশোধন হয় তাহলে এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এইচএস/এসআই/এনএফ/জেআইএম
Advertisement