বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জ্ঞান চর্চার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক গ্রন্থাগার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাকসু ভবনে চবিসাস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ গ্রন্থাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।
Advertisement
উদ্বোধনকালে প্রক্টর ও চবিসাসের উপদেষ্টা আলী আজগর চৌধুরী বলেন,‘সাংবাদিকতার ক্ষেত্রে এ গ্রন্থাগার খুবই সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে সাংবাদিকতা ব্যতীত অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যে। গ্রন্থাগার থাকায় সাংবাদিকরা পড়াশুনায় আগ্রহী হয়ে উঠবে। পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকতা পেশায় অবদানও রাখবে।’
চবিসাসের সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের মাঝে সবার আগে প্রতিবেদন তৈরির যে প্রতিযোগিতা দেখছি তাতে প্রায়শ বস্তুনিষ্ঠতা হ্রাস পাচ্ছে। এটি সম্পূর্ণ পড়াশুনার অভাবে হচ্ছে। শিক্ষার্থীদের জানার সুবিধার্থে ইতিহাস-ঐতিহ্য, ভূগোল, আইনমালা ও বিভিন্ন আত্মজীবনী সহকারে এ গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আমরা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চবিসাসের সহ-সভাপতি ফাহিম হাসানসহ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
Advertisement
আবদুল্লাহ রাকীব/আরএ/জেআইএম