বিশ্বকাপের দলগুলো ইতোমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারই অংশ হিসেবে ফ্রান্স তাদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়। অলিভিয়ের জিরু এবং নাবিল ফেকিরের গোলে ২-০ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
Advertisement
প্রস্তুতি ম্যাচ বলে একাদশ নিয়ে পরীক্ষা করার সুযোগ ছিলো ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের সামনে। সে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি। তাই প্রাথমিক একাদশে দলের তারকা খেলোয়াড় পল পগবা, আন্তোনিও গ্রিজম্যান এবং নিয়মিত অধিনায়ক হুগো লরিসকে রাখেননি কোচ। এছাড়াও নিয়মিত ডিফেন্ডার রাফায়েল ভারানেও ছিলেন না রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ উৎযাপনে ক্লাবের সাথে থাকার কারণে। ম্যাচটিতে ফরাসিদের নেতৃত্ব দেন ব্লাইজ মাতুইদি।
ম্যাচের শুরু থেকেই আইরিশদের রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে বসে ফ্রান্স। এমবাপে, জিরু, ফেকিরদের আক্রমণভাগ ভালোই পরীক্ষা নিচ্ছিলো আইরিশ রক্ষণের। অবশেষে ম্যাচের কাঙ্ক্ষিত গোল আসে ম্যাচের ৪০ মিনিটে।
চেলসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর শট আইরিশ গোলরক্ষক ম্যাকক্লিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল করতে ভোলেননি চেলসির এ স্ট্রাইকার। এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নাবিল ফেকির। ২-০ গোলের লীড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর পগবা, গ্রিজম্যান, ডেম্বেলেরা মাঠে নামলেও ফলাফলের কোন পরিবর্তন ঘটেনি। তাই শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।
Advertisement
ডিকেটি/আইএইচএস/পিআর