খেলাধুলা

আফগানিস্তান সিরিজই খেলতে পারবেন না মোস্তাফিজ

আইপিএল খেলে দেশে ফিরে এলেন। খেললেন প্রস্তুতি ম্যাচও। আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য আজই (মঙ্গলবার) ভারতের দেরাদুনে রওয়ানা হওয়ার কথা তার; কিন্তু আগের দিন সন্ধ্যায় হঠাৎ করে মোস্তাফিজ জানালেন, তার ইনজুরি। পায়ের পাতার অগ্রভাগে ব্যাথা। হাঁটতে পারছেন না। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় এক্স-রে করানোর জন্য। জানা যায়, এই ইনজুরি এমনই যে পুরো আফগানিস্তান সিরিজেই আর খেলতে পারবেন না তিনি।

Advertisement

সুতরাং, মোস্তাফিজকে ছাড়াই আজ সকালে দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে যে মোস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ পুরোপুরি মিস করতে যাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, ‘আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজুর রহমান।’

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজুরির কারণে আগামী মাসে দেরাদুনে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। ভারতের আইপিএলে খেলে গত সপ্তাহে ফিরে আসার পর তিনি জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পেও যোগ দিয়েছিলেন; কিন্তু হঠাৎ করেই তিনি জানান যে, তার পায়ে ব্যাথা। সঙ্গে সঙ্গে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। যাতে তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ছিড় ধরা পড়ে। যে কারণে কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরীর বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘সিটি স্ক্যানসহ এক্স-রে নিশ্চিত করেছে যে, তার বৃদ্ধাঙ্গুলিতে সুক্ষ ছিড় ধরা পড়েছে। এ ধরনের ইনজুরি থেকে মুক্ত হতে অন্তত তিন থেকে চার সপ্তাহ লেগে যেতে পারে তার। সুতরাং, আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারছেন না মোস্তাফিজ। আমরা আশা করছি দ্রুতই দুই সপ্তাহের রিহ্যাব প্রোগ্রাম শুরু করবো তার।’

Advertisement

আইএইচএস/জেআইএম