চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতি ও হালদা সংলগ্ন খালে তিন দিনের ব্যবধানে ধরা পড়ছে দুটি বিরল প্রজাতির মাছ।
Advertisement
সোমবার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর এলাকায় ইছামতি নদীতে জেলেদের জালে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।
এসময় মাছটি দেখতে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে স্থানীয় একটি পুকুরে মাছটিকে অবমুক্ত করা হয়।
এর আগে রাউজানের ব্রাক্ষণহাট এলাকার একটি খালে একই ধরনের একটি মাছ পায় জেলেরা।
Advertisement
মৎস কর্মকর্তারা মাছ দুটিকে 'সাকার ফিশ' বলে শনাক্ত করেছেন। তারা জানান, গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন খাল-বিলে সাকার ফিশ পাওয়া যাচ্ছে। এটি মূলত অ্যাকুরিয়াম ফিস এবং দ্রুত বর্ধনশীল।
জানা গেছে, এ মাছটির নাম হলো 'সুইপার ফিশ'। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরে। এছাড়া এই প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়। অ্যাকুরিয়াম পরিষ্কার রাখার জন্য সাকার ফিশ বা ক্যাটফিশের বেশ পরিচিতি রয়েছে। তবে এই মাছ শিকারি নয়।
স্থানীয়রা জানান, এর আগেও প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা ঘেষা নোয়াপাড়ার একটি পুকুরে ও পৌরসভার বেরুলীয়া খালে বিরল প্রজাতির এ মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
এমবিআর/পিআর
Advertisement