রাজনীতি

দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনে যাবেন বিএনপি নেতারা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে কয়েক দফা দাবি তুলে ধরবে বিএনপি। আজ (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগরে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Advertisement

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান বিএনপির প্রতিনিধি দলে থাকবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানিয়েছেন।

সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সময় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের প্রত্যাহার, সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিয়ে আচরণবিধির সংশোধনী বাতিল করা, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি দলের পক্ষ থেকে তুলে ধরা এবং ভোটের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হবে।

কেএইচ/বিএ

Advertisement