দেশজুড়ে

ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জনের সন্ধান মেলেনি

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আটজনের খোঁজ শনিবার বিকেল পর্যন্ত মেলেনি। এ ঘটনায় আল-আমিন রাসেল (২৫) নামে এক যুবককে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার আলেকজান্ডার লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।নিখোঁজদের মধ্যে ভোলার দৌলতখাঁন উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার মফিজুল হকের ছেলে মো. ছালাহ উদ্দিন (৩৩) ও তার ছোট ভাই মো. হাবিবের (২২) নাম-পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া আল-আমিন ভোলার দৌলতখাঁন উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।আল-আমিন জানান, দাদী নুরভানু বেগমের মৃত্যুর খবর শুনে চাচাতো দু’ভাই ছালাউদ্দিন ও হাবিবসহ শুক্রবার সকালে ঢাকা থেকে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। বিকেলে তারা রামগতি উপজেলার আলেকজান্ডার লঞ্চঘাট পৌঁছানোর আগেই দৌলতখাঁনের যাত্রীবাহী লঞ্চটি ছেড়ে চলে যায়। এ সময় একই বিড়ম্বনার শিকার হওয়া দৌলতখাঁন এলাকার তিন যাত্রীকে নিয়ে তারা ইঞ্জিনচালিত একটি ট্রলার ভাড়া করেন। সন্ধ্যায় ট্রলারটি দৌলতখাঁনের উদ্দেশ্যে ছেড়ে গেলে লঞ্চঘাটের অদূরে ইঞ্জিন বিকল হয়ে একটি ডুবোচরের সঙ্গে আটকা পড়ে। সেখানে আটকা পড়া অবস্থায় রাত ১২টার দিকে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় স্রোতের তোড়ে তাদের ট্রলারটি দুমড়ে-মুচড়ে ভেঙে গেলে ট্রলারের তিন ব্যক্তিসহ ছয় যাত্রী নদীতে ডুবে যায়। পরে তিনি একটি কাঠের বস্তু ধরে নদীতে ভাঁসতে ভাঁসতে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকার অদূরে গেলে শনিবার (১ আগস্ট) ভোরে স্থানীয় জেলে শাহাজান মাঝি তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর জেলেরা তাকে কমলনগর উপজেলার লুধুয়া বাজারের একটি ক্লিনিকে ভর্তি করেন।তিনি আরো জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুঠোফোনে বাড়িতে ঘটনার কথা জানিয়েছেন।আল-আমিনের বাবা রফিকুল ইসলাম জানান, ছেলের কাছ থেকে খবর শুনে দুই ভাতিজার খোঁজে তারা ট্রলার নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মাইকিং করছেন।এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি তিনি শুনেননি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।কাজল কায়েস/এসএস/এমআরআই

Advertisement