ক্যাম্পাস

জবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সোমবার দুপুর ২টায় আশের সরকার আদনান নামের ১১তম ব্যাচের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে প্রক্টরের উপস্থিতিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Advertisement

জানা গেছে, জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল গ্রুপের শেখ নাদিম, মাহমুদ ইকবাল খান, কামরুল হাসান তারেক, অতনু গুপ্ত, তৌফিক এলাহী ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার বিভিন্ন প্রমাণ পায়।

এছাড়া ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করেছে, এমন তথ্য এবং প্রমাণের ভিত্তিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা মারধর করে এবং প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তাকে পুলিশে দেয়া হয়।

সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল জাগো নিউজকে বলেন, এই ছেলে শিবির করে। স্বাক্ষ্য প্রমাণসহ তাকে প্রক্টরের উপস্থিতিতে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

Advertisement

কোতোয়ালী থানার ওসি মশিউর রহমান জাগো নিউজকে বলেন, আমরা তথ্য প্রমাণগুলো যাচাই করে দেখছি। তারপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদকে একাধিকবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

এমআরএম/জেআইএম