বিশ্বব্যাপী আর্জেন্টিনার ফুটবলের অনুরাগীদের সংখ্যা অগণিত। আর্জেন্টিনাতে তো বলাবাহুল্য। বিশ্বকাপকে সামনে রেখে নিজ দেশে অনুশীলন করছে মেসির আর্জেন্টিনা। দলের সেই অনুশীলন দেখতে হুমড়ি খেয়ে পড়ছে সমর্থকরা। কেউ মেসির প্লা-কার্ড হাতে, কেউ বা আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে লিখে এনেছেন শুভেচ্ছা বার্তা।
Advertisement
আর্জেন্টিনার হুরাকানের ‘থমাস এ দুসো স্টেডিয়ামে’ রবিবার অনুশীলন করে আর্জেন্টাইনরা। মেসি, আগুয়েরো, দিবালা, হিগুয়াইনসহ দলের অন্যান্য সব ফুটবলারই ছিলেন। তাদের সবাইকে সমর্থন জানাতে এদিন স্টেডিয়ামে হাজির হয় স্কুল পড়ুয়া শিশুরা। কয়েকজন পান মেসি-দিবালা-আগুয়েরদের সান্নিধ্য।
তাদের ভেতরেই একজন আর্জেন্টিনার যুব দলের ফুটবলার দিয়েগো সারপেন্তিনি। আকোন্দ্রোপ্লাসিয়া নামক রোগে ভুগছেন তিনি। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তার হাত-পা একদম ছোট হয়ে আসছে। অনুশীলনের এক ফাঁকে মেসির সংস্পর্শে উজ্জীবিত হয় সে। ছবি তোলার পাশাপাশি তাকে অটোগ্রাফও দেন মেসি।
আরআর/জেআইএম
Advertisement