খেলাধুলা

মেসিদের অনুশীলন দেখতে উপচে পড়া ভিড়

বিশ্বব্যাপী আর্জেন্টিনার ফুটবলের অনুরাগীদের সংখ্যা অগণিত। আর্জেন্টিনাতে তো বলাবাহুল্য। বিশ্বকাপকে সামনে রেখে নিজ দেশে অনুশীলন করছে মেসির আর্জেন্টিনা। দলের সেই অনুশীলন দেখতে হুমড়ি খেয়ে পড়ছে সমর্থকরা। কেউ মেসির প্লা-কার্ড হাতে, কেউ বা আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে লিখে এনেছেন শুভেচ্ছা বার্তা।

Advertisement

আর্জেন্টিনার হুরাকানের ‘থমাস এ দুসো স্টেডিয়ামে’ রবিবার অনুশীলন করে আর্জেন্টাইনরা। মেসি, আগুয়েরো, দিবালা, হিগুয়াইনসহ দলের অন্যান্য সব ফুটবলারই ছিলেন। তাদের সবাইকে সমর্থন জানাতে এদিন স্টেডিয়ামে হাজির হয় স্কুল পড়ুয়া শিশুরা। কয়েকজন পান মেসি-দিবালা-আগুয়েরদের সান্নিধ্য।

তাদের ভেতরেই একজন আর্জেন্টিনার যুব দলের ফুটবলার দিয়েগো সারপেন্তিনি। আকোন্দ্রোপ্লাসিয়া নামক রোগে ভুগছেন তিনি। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তার হাত-পা একদম ছোট হয়ে আসছে। অনুশীলনের এক ফাঁকে মেসির সংস্পর্শে উজ্জীবিত হয় সে। ছবি তোলার পাশাপাশি তাকে অটোগ্রাফও দেন মেসি।

আরআর/জেআইএম

Advertisement