লাইফস্টাইল

ওজন কমাবে ‘নোজনোজ’

খাবার দেখলেই খেতে মন চায়? কিছুতেই সামলে রাখতে পারেন না নিজেকে! এদিকে আবার ওজন বাড়ছেই হু হু করে। এমন সমস্যায় অনেকেই ভোগেন। সেই সকাল থেকে ক্যালোরি মেপে ডায়েট করছেন, কিন্তু সন্ধ্যা নাগাদ বিরিয়ানির গন্ধটি নাকে ঢুকতেই সব প্রতিজ্ঞা মাটি!

Advertisement

আরও পড়ুন: রোজায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

এবার এসে গেল এই সমস্যা থেকে মুক্তির দাওয়াই। ঘ্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে আপনার খাওয়ার লোভকে বশে এনে দেবে ছোট্ট এই যন্ত্রটি। কমাবে ওজনও।

অনেকটা কন্ট্যাক্ট লেন্সের মতো করেই ব্যবহার করতে হবে এটি। তবে চোখে নয়, নাকে। ছোট্ট নজ্লটি ঢুকিয়ে নিতে হবে নাকের ভিতরে। ব্যস, তা হলেই শুরু হয়ে যাবে কাজ! নাকে গন্ধ ঢুকবে কম, কিন্তু শ্বাস-প্রশ্বাসে কোনো প্রভাব পড়বে না।

Advertisement

আরও পড়ুন: কখন বুঝবেন শরীরে প্রোটিনের অভাব?

‘নোজনোজ’ নামের এই যন্ত্রটি বানিয়েছেন ইজরায়েলের রবিন মেডিক্যাল সেন্টারের গবেষকরা। তাদের দাবি, শরীরের বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী আগামী জুন থেকেই এটি বাজারে কিনতে পাওয়া যাবে।

এবেলা/এইচএন/এমএস

Advertisement